সাত সাগরের নীলকে দেখি
শাপলা ফোটা বিলকে দেখি
দেখি চপল ঝর্ণা,
রাত পোহালেই দেখি আমার
এদেশ শতবর্ণা।
মেঘের ভেলা উড়তে দেখি
নীল গগনে ঘুরতে দেখি
দেখি রোদের হাস্য,
এই বিষয়ে নাইতো আমার
অন্য কোনো ভাষ্য।
ঝমঝমাঝম বিষ্টি দেখি
মুখটা শিশুর মিষ্টি দেখি
দেখি ফুলের বন্যা,
এদেশ আমার সত্য সঠিক
অপূর্ব অনন্যা।