আমি
আমি এক বিষণ্ণ সন্ধ্যা—
যে পায় নি কখনো আলোর উষ্ণতা কিংবা আঁধারির গভীরতা,
নিষ্ঠুরতা আমাকে পুণ্য করতে শেখায় নি
বিষণ্ণমনে হাঁটতে শিখেছি বারবার।আত্মহত্যা
মানুষ মানুষের বুকে ঠাঁই পায় না—
অথচ ‘আত্মহত্যা’ মানুষকে আপন করে নেয়!তোমাতেই সিক্ত হব
আর কতকাল থাকব একা
দাওগো তবে এবার দেখা
বৃষ্টি হয়ে এসো,
সিক্ত হব তোমার মাঝে
রাত-দুপুরে-সকাল-সাঁঝে
শুঁকব তোমার কেশও!ভালবাসা দেব
চাঁদ হয়ে আয় বুকে
কাছে টেনে নেব,
আকাশের মত করে
ভালবাসা দেবো।ছন্দ
কবিতার ছন্দে কিংবা বেঁচে থাকার আনন্দে কেবল তোরই মাত্রা গুণি—তোর ভেজাচুলের গন্ধে ছন্দরা ডানা মেলে,আমায় মাতিয়ে তোলে। তুই আমার সকালের স্বরবৃত্ত, দুপুরের অক্ষরবৃত্ত, রাতের মাত্রাবৃত্ত।
অকবিতা
তুমি চাঁদ হয়ে বুকে এসো,আমি মেঘ হয়ে তোমাকে আড়াল করে নেব—
নৈঃশব্দের রাজ্যে তুমি-আমি কবিতা আবৃত্তি করব।