আলিঙ্গন | আসআদ শাহীন
শিশিরস্নাত কুয়াশায়
উষ্ণতার পরশ দিতে
চাদরে রূপান্তরিত হও তুমি-
হিম শৈত্যপ্রবাহতায়
থরথরে কাঁপুনিতে
লেপ্টে নেব তোমায় আমি।
প্রত্যুষে শবনম হয়ে
এসো তুমি ওষ্ঠাধরে
ছুঁয়ে দেখব আলতোভাবে-
রোজ তোমা-জড়িয়ে
হোক ভোর এ শহরে
প্রতিটি দিন আসুক নবভাবে।