সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুস সালাম দারুল হাদীস লাফনাউট মাদরাসার শাইখুল হাদীস, ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ীর চক্ষু অপারেশন আগামী কাল সোমবার (১২জুলাই)।
হুজুরের খাদিম হাফিজ জুবায়ের আহমদ রোববার (১১জুলাই) বাদ মাগরীব ইত্তেহাদ টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সোমবার হুজুরের চক্ষু অপারেশন হবে। নিরাপদ অপারেশনের জন্য দেশ-বিদেশে অবস্থানরত হুজুরের ছাত্রবৃন্দ, ভক্তমহল, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি হুজুর বিশেষ দুআ চেয়েছেন।