হাজারো জল্পনা-কল্পনা ও সব আলোচনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর পুরানা পল্টন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহযোগী সংগঠন ইকো ছাত্র পরিষদের প্রথম কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সম্পন্ন হয়েছে। এর আগে ৬ নভেম্বর মুহাম্মদ জাকারিয়াকে আহ্বায়ক, আরিফুল ইসলাম মাহমুদীকে সদস্য সচিব ও মাহমুদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ। এ কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিলেও দায়িত্ব বন্টন করেন মূল সংগঠনের নেতৃবৃন্দ, বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর পুরানা পল্টন ফটো জার্নালিস্ট মিলনায়তনে আনুষ্ঠানিক সভাপতি ঘোষণা করা হয় মুহা. জাকারিয়া এবং সাধারণ সম্পাদক আরিফ মাহমুদীকে।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রথম প্রতিনিধি সম্মেলন ২৫জন সদস্যবিশিষ্ট নতুন এ কমিটি করা হয়েছে। কোরআন প্রেমীদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন মাইলফলক হিসেবে কাজ করবে বলে দেশের আলেম-ওলামা ও চিন্তাবিদগণ আশা ব্যক্ত করেন এ সম্মেলনকে ঘিরে পল্টন জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিনিধি সম্মেলনে প্রবেশ করতে সুযোগ পেয়েছে সংগঠনের প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংবাদ কর্মীদের সম্মেলনকক্ষে প্রবেশকরার অনুমতি দেন।
প্রতিনিধি সম্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা সেন্টার ফর দাওয়াহ এন্ড কালচারালের মহাপরিচালক আল্লামা উবায়দুর রহমান খান নদভী, প্রধান অতিথি ছিলেন ইকো বাংলাদেশ কমিটির সভাপতি ক্বারী আবুল হোসাইন, অনুষ্ঠানের বিশেষ অতিথি আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী নির্দেশনামূলক আলোচনা রাখেন, সেই সাথে অন্যান্যদের মধ্যে আলোচনা করেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান এর জামাতা মুফতী মাসুম আহমাদ, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা রুহুল আমিন সাদী (সাইমুম সাদী) লেখক ও গবেষক সৈয়দ শামসুল হুদা, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর ও ক্বারী আজহারুল ইসলাম এর পক্ষে আইটি বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা, সহ-অর্থ সম্পাদক হাফেজ ইসমাইল হাসান চৌধুরী, ত্রাণ বিষয়ক সম্পাদক এম এরশাদ উল্লাহ আকমল, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন আশরাফী, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল করিম আকরাম, ইন্টারন্যাশনাল তাহফীজুল কোরআন মাদরাসা পরিচালক মাওলানা ফয়জুল্লাহ, সবার খবর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, সাবেক ছাত্রনেতা মাওলানা নুরুজ্জামান, ছাত্র খেলাফত সভাপতি আবুল হাশেম, ছাত্র জমিয়ত সেক্রেটারি নেজাম উদ্দিন আদনান প্রমুখ। এ ছাড়াও সম্মেলনে বক্তব্য ও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন ইকো ছাত্র পরিষদের ২০২০-২০২১ সেশনের কেন্দ্রীয় কমিটিতে ইতিমধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন:
সভাপতি মুহা. জাকারিয়া, সহ-সভাপতি মাহমুদ সিদ্দিকী, আশিক যোবায়ের, সাঈদ আল হাসান
সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মাহমুদী, যুগ্ম সাধারণ সম্পাদক সা’আদ আরাফাত, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান, অর্থ সম্পাদক উসামা হাফেজ্জী, সহ-অর্থ সম্পাদক আহমদুল্লাহ মাহের, প্রচার ও প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন ইয়াসিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক মুহাম্মদ এমদাদুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক শফিকুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ শফী আশরাফ, সহ-সমাজ কল্যান সম্পাদক শেখ সাব্বির আহমদ, সংস্কৃতি সম্পাদক হুজাইফা আল মাহমুদ, সহ-সংস্কৃতি সম্পাদক শহীদুল্লাহ নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক আবরারুল হক আনোয়ার, সাহিত্য সম্পাদক সুলতান মাহমুদ সিরাজ, দাওয়াহ সম্পাদক ইউসুফ বিন শফিক, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক এমদাদুল্লাহ (রহমানী), নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, নির্বাহী সদস্য হেদায়াতুল্লাহ উসমান,নির্বাহী সদস্য হেদায়াতুল্লাহ।
এসএম/৫