আসন্ন ইদুল আজহার পূর্বেই বাংলাদেশের আটককৃত হেফাজত নেতাকর্মীসহ সকল আলেম-উলামা ও বিভিন্ন ইসলামী সংগঠন কর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন উত্তর ব্রিটেনের উলামা।
সম্প্রতি মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ব্রিটেনের ব্র্যাডফোর্ডে প্রায় অর্ধ শতাধিক উলামায়ে কেরামের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভা থেকেই বাংলাদেশে আটককৃত আলেম-উলামাদের মুক্তি চান ব্রিটেনের উলামা।
আলোচনা সভায় বক্তারা বলেন,হেফাজত নেতাকর্মীসহ বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম আজ জেলখানায় বন্দি। সেখানে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। জনসাধারণ জানেন আটককৃত উলামায়ে কিরামগণ কোনও অন্যায় অপরাধের সাথে জড়িত নন। তাঁরা আদর্শ সমাজ গঠনের সুমহান লক্ষ্যে ছাত্রদেরকে মাদরাসায় কুরআন-হাদিসের পাঠদানে নিমগ্ন থাকতেন। ওয়াজ-নসিহতের মাধ্যমে তারা মানুষের ঈমান-আকিদা সংরক্ষণ এবং যাবতীয় অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে আহ্বান করতেন।
কারাবন্দি আলেমদের মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তারা বলেন,আলেমসমাজ দেশ ও জাতির কল্যাণে নিরন্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আজ বিভিন্ন মিথ্যা মামলায় গ্রেফতার করে দীর্ঘদিন-যাবত জেলখানায় বন্দি রেখে অমানবিক অত্যাচার করা হচ্ছে। উলামায়ে কিরামের উপর এই জুলুম-নির্যাতন দেশের জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।
পরে তারা ইদুল আজহার পূর্বেই মানবিক বিবেচনায় গ্রেফতারকৃত সকল ওলামায়ে কিরাম ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আবু তাহের, মাওলানা খলিলুর রহমান, মাওলানা আব্দুল মুহিত, মাওলানা সামসুল হক, মাওলানা মিফতাহ উদ্দীন, হাফিজ জালাল উদ্দিন, মাওলানা সৈয়দ মশহুদ আহমদ, মাওলানা এখলাছুর রাহমান, মাওলানা আব্দুস সালাম, মাওলানা হিফজুর রহমান, মাওলানা সাদিকুর রাহমান, মাওলানা আব্দুস সালাম চরচন্ডি, মাওলানা সৈয়দ ফয়েজ আহমদ, মাওলানা ওবায়দুল হক, মাওলানা ক্বারী আব্দুল জলিল, মাওলানা ফয়জুল হাসান, মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা আলী হোসাইন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আফরোজ আলী, মাওলানা হাবিবুর রাহমান প্রমুখ।