ভিয়েনায় সৌদি প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে খাতিবজাদে বলেন, ভিয়েনায় সৌদি প্রতিনিধিদল মাঝেমধ্যেই সফর করে থাকেন। এর আগেও তারা ভিয়েনায় গেছেন।
আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর প্রসঙ্গে তিনি বলেন, আফগান প্রতিনিধিদলের সঙ্গে অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। আর্থিক ও ব্যাংকিং লেনদেন এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়সহ নানা ইস্যুতে মতবিনিময় হয়েছে।
ইরান আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকার চায় বলে তিনি জানান। খাতিবজাদে বলেন, আফগান পরিস্থিতির বিষয়ে তেহরান সব সময় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এরই আলোকে তালেবান সরকারের প্রতিনিধিদল তেহরান সফর করেছেন।
Ad/08/IT