দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুমিনদের মাঝে উপস্থিত হয়েছে ঈদুল ফিতর। মুসলমানদের ধর্মীয় উৎসবসমূহের মধ্যে বৃহত্তম একটি উৎসব হলো এ ঈদ। এ দিনটি আসলে প্রতিটি মুমিনের হৃদয়ে বিরাজ করে অনাবিল এক খুশির আমেজ। শহরে নগরে, গ্রামে গঞ্জে সর্বত্র প্রবাহিত হয় এক নির্মল আনন্দের হাওয়া। আবালবৃদ্ধবনিতা সবাই সাজে ঈদের সাজে। কিন্তু এবারের ঈদে কি থাকবে সেই আনন্দমুখর পরিবেশ?! ধনী-গরীব সবার মুখে কি ফুটবে ঈদের হাসি?! পরিস্থিতি আমাদেরকে হ্যাঁ সূচক জবাব দেয় না। তবে আমরা চাইলে তো ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে পারি। সামর্থ্যানুযায়ী অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতে পারি। পারি না? অবশ্যই পারি। আসুন, এ ঈদে অসহায় মানুষদের সাথে করি ঈদানন্দ শেয়ার। গড়ে তুলি সবার মাঝে সম্প্রীতির বন্ধন। ঈদে হাসি থাকুক ধনী-গরীব সবার মুখে। এ প্রত্যাশা আমাদের।
ইত্তেহাদ টাইমসের সম্মানিত লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঘরে থাকুন। সুস্থ থাকুন।