সিলেটের গোয়াইনঘাট উপজেলার কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ‘করীমিয়া বেসরকারী মাদরাসা শিক্ষাবোর্ড গোয়াইনঘাট, সিলেট’ এর ফলাফল প্রকাশ হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ থেকে দারুস সালাম,দারুল হাদীস লাফনাউট মাদরাসা মিলনায়তনে বোর্ডের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক সাতাইনীর পরিচালনায় বক্তব্য রাখেন, বিভিন্ন মাদরাসার প্রতিনিধিগণ।
এতে উপস্থিত ছিলেন, বোর্ডের আওতাধীন মাদরাসাসমূহের মুহতামিম সাহেবগণ ও আসাতিজায়ে কেরাম।
ফলাফল প্রকাশ করেন,বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা আমিনুর রশিদ গোয়াইনঘাটী।
এক নজরে পরীক্ষার রেজাল্ট-
মাদরাসা সংখ্যা: ৬৩টি
মোট পরীক্ষার্থী ৯৯১ জন,
মুমতায (A+) ৫০০ জন,
১ম বিভাগ ২৭৩ জন,
২য় বিভাগ ৮৩ জন,
৩য় বিভাগ ৬০ জন,
বিবেচনাধীন ৮৬ জন,
অকৃতকার্য ৪৩ জন,
অনুপস্থিত ২০ জন,
পাশের হার ৯৫.৬৬%