ভারতের কিছু আলেম বলেছেন, যে কোনো মুসলিমেরই কোভিড টিকা নেয়া উচিত নয় এবং তাঁরা দাবি করেন যে, ওই টিকাতে এমন কিছু উপাদান রয়েছে যা শূকরের মাংস থেকে তৈরি। এটা ঠিক যে কোনো কোনো রোগের টিকায় শূকরের দেহ থেকে তৈরি জিলেটিন “স্ট্যাবিলাইজার” হিসেবে ব্যবহৃত হয়। ইসলাম ধর্মে শূকরের মাংস খাওয়া হারাম তথা নিষিদ্ধ।
তবে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকা, কোভ্যাক্সিন, ফাইজার ও মডার্না – এই টিকাগুলোর কোনোটিতেই শূকরের দেহ থেকে তৈরি জিলেটিন ব্যবহৃত হয়নি।
এ বিষয়টি নিয়ে টুইটারে আলোচনা সৃষ্টি হয় একটি পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্ট – যা ব্যাপকভাবে শেয়ার হয়েছিল – তাতে মুসলিমদের পরামর্শ দেয়া হয় যে কোভিডের টিকা ‘হালাল’ বলে প্রত্যয়ন করা হয়নি। তবে ঠিক কোন টিকাগুলোর কথা বলা হচ্ছে তা স্পষ্ট করা হয়নি। বাস্তবতা হলো, ভারতে ব্যবহারের জন্য মাত্র দুটি টিকা অনুমোদিত হয়েছে, একটি যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা যার স্থানীয় নাম কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। এ দুটির কোনোটিতেই উপাদানের মধ্যে শূকরের জিলেটিন নেই। ফাইজার ও মডার্নার টিকা দুটিও একইভাবে শূকরের জিলেটিন-মুক্ত।
এসব দাবির কোনো কোনোটিতে চীনে তৈরি টিকাগুলোর উপাদানের প্রসঙ্গ টানা হয়েছে, কিন্তু চীনের তৈরি কোনো টিকা ভারতে ব্যবহারের জন্য অনুমোদিত হয় নি। অন্য কিছু দেশে চীনা ভ্যাকসিন নিয়ে বিতর্ক হয়েছে। যেমন, মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় স্থানীয় ইসলামিক কর্তৃপক্ষ চীনে তৈরি সিনোভ্যাক অনুমোদন না করার সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র: বিবিসি বাংলা