৪ জানুয়ারি ২০২১, সোমবার কোম্পানিগঞ্জ উপজেলা খিদমাহ ব্লাড ব্যাংক শাখা আয়োজিত শাহ আর-পিন বাজার জামে মসজিদে সম্পন্ন হয়েছে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং।
এতে সভাপতিত্ব করেন, জামিয়া ক্বোরআনিয়া নোয়াকুট মাদ্রাসার শিক্ষা সচিব ও খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা আবদুল মান্নান।
উপস্থিত ছিলেন, নোয়াকুট মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল আমিন ও হাফিজ হুসাইন আহমদ এবং শাহ আরপিন বাজারের ব্যবসায়ী রুবেল আহমদ।
ক্যাম্পিং পরিচালনা করেন, খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার পরিচালক মাওলানা আলাউদ্দীন সারওয়ার ও সহকারী প্রচার সম্পাদক মুহাম্মদ আফজাল হোসেন উজ্জ্বল প্রমুখ।