২৩ ডিসেম্বর বুধবার আনুষ্ঠানিকভাবে খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি খিদমাহের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান কফীল স্বীয় পেজে আপলোড দেওয়ার মাধ্যমে ভার্চ্যুয়ালে প্রকাশ করেন।
খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানিগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটিতে যারা স্হান পেয়েছেন তাদের তালিকা যথাক্রমে নিম্নে প্রদত্ত করা হলো:
মাওলানা আলাউদ্দীন সারওয়ার পরিচালক,
মাও. বদরুল ইসলাম সহকারী পরিচালক, মাও. মোবারক হুসাইন সহকারী পরিচালক,
ফয়সল আহমদ সহকারী পরিচালক, ইমরান হুসাইন সেলিম সহকারী পরিচালক, মাও. জামীল আহমদ কোষাধ্যক্ষ, হাফিজুল ইসলাম মাহমুদ সহকারী কোষাধ্যক্ষ, জুবায়ের আহমদ সহকারী কোষাধ্যক্ষ,
আমিরুল ইসলাম নাহিদ প্রচার সম্পাদক,
নাজমুল ইসলাম সহ-প্রচার সম্পাদক, আফজাল হুসাইন উজ্জ্বল সহকারী কোষাধ্যক্ষ, লুৎফুর রহমান কামরান হুসাইন, নাজিম উদ্দীন, কবীর আহমদ, খালেদ আহমদ, রাসেল আহমদ, দিলওয়ার হুসাইন, আশরাফুল ইসলাম সুমন, নাঈম আহমদ, লোকমান আহমদ সদস্য।
উল্লেখ্য; গত ১৬ই ডিসেম্বর ২০২০ বুধবার সকাল ১১ ঘটিকায় বর্নি বাজার মসজিদ প্রাঙ্গণে খিদমাহ ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা আব্দুর রহমান কফীল ও খিদমাহের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ ইসহাক সাহেবের উপস্থিতিতে এক মতবিনিময় সভা ও কাউন্সিলে সিদ্ধান্ত করে একটি খসড়া কমিটি গঠন করা হয়। পরবর্তীতে খিদমাহের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হস্তক্ষেপের মাধ্যমে তা চূড়ান্ত কমিটিতে রূপদান করে প্রকাশিত করা হয়।
এসএম/৫