চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের গোলাপগঞ্জে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি রয়েছে।সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও আছে।তবে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সকাল সাড়ে ১০টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ২নং গোলাপগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড রায়পড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪শত ২৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭০৭ জন ও মহিলা ভোটার ৭২১ জন।
প্রিসাইডিং অফিসার ছালে আহমদ জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট ১৫ শতাংশ ভোট কাষ্ট হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে বলে তিনি জানান।