সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের মোহাম্মদ আহাদ খাঁনের দুই কন্যা সন্তান নিখোঁজের খবর পাওয়া গেছে।
পরিবার সূত্রে জানা যায়, রাধানগর ভিত্রিখেল গ্রামের মোহাম্মদ আহাদ খাঁনের দুই কন্যা সন্তান হাছিনা আক্তার (১৩) ও রহিমা আক্তার (০৯) গত ৩১ মার্চ রাত অনুমানিক ১০ ঘটিকার সময় পরিবারের সকলের সাথে খানাদানা করে তার ছেলে ইমন আহমদের (০৮) সঙ্গে আলাদা কক্ষে ঘুমায়।
শুক্রবার (০১ এপ্রিল) আহাদ খাঁন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে উঠে দেখেন, তার নিজ বসতঘরের দরজা খোলা। আহাদ খাঁনের দুই মেয়ে হাছিনা আক্তার ও রহিমা আক্তার নিজের ঘরে দেখতে না পেয়ে ঘরের ভিতরসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে আহাদ খাঁন ও তার পরিবারের সকল সদস্য আশেপাশের সকল গ্রামের সকল বাড়িঘরসহ আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাননি।
পরবর্তীতে নিখোঁজ হওয়া দুই কন্যা সন্তানের পিতা আহাদ খাঁন অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাদের সন্ধান না পেয়ে নিরুপায় হয়ে শুক্রবার (১ এপ্রিল) গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়রি করেন, যার থানার নং- ২৩।
জিডি ও পরিবার সূত্রে নিখোঁজ দুই কন্যা সন্তানের বর্ণনা- হাছিনা আক্তার (১৩) উচ্চতা আনুমান ৪ ফুট ৬” গায়ের রং ফর্সা মুখমণ্ডল গোলাকার। তার পরনে সেলোয়ার কামিজ ছিলো ভাষা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং ৫ম শ্রেণির ছাত্রী। সনাক্তকীত কোনো চিহ্ন নেই। শারীরিক গঠন মাঝামাঝি। অপরজন রহিমা আক্তার (০৯) উচ্চতা আনুমান ৪ ফুট ১” গায়ের ফর্সা মুখমণ্ডল গোলাকার। তার পরনে সেলোয়ার-কামিজ ছিলো ভাষা সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং সেও ৪র্থ শ্রেণী পড়ুয়া ছাত্রী । সনাক্তকীত কোন চিহ্ন নাই শারিরীক গঠন মাঝামাঝি। তারা উভয়ই গুলজারুল উলূম রাধানগর মাদ্রাসায় পড়ালেখা করতো।
নিখোঁজ হওয়া দুই কন্যা সন্তানের পিতা আহাদ খাঁন বলেন, আমার মেয়েদের কেউ সন্ধান পেয়ে থাকলে আমার সাথে নিম্নের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যোগাযোগে মোবাইল- ০১৯১৫৫৭৭৯১২ অথবা ০১৭২৯৫৩৩৭৯৯।