রবিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এস আই গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট নগরীর এস আই গ্রুপের অস্থায়ী কার্যালয়ে সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ইমরান এর পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলি আহমেদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম,সিলেট জেলা ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, জেলা সদস্য সামস সামিম, সাব্বির আহমেদ, জুবায়ের আহসান, করিম মোল্লা, সিলেট সদর উপজেলা ছাত্রদলনেতা আসিফ মাহমুদ, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা আহমেদ নাসির, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা তৌফিক আহমদ, সাহরিব মিয়া, সাফেক জাফরান, মামুন, সাগর, নাসিম,সেলিম,হোসাইন,মোনতাসির,রাসেল,রুহেল,মিজান, ছাত্রনেতা আমিনুল ইসলাম প্রমুখ।