রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত । নির্বাচনে উপজেলার চন্দনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুর রব বিজয়ী হন। বিজয়ী আব্দুর রবকে মা রহিমা বেগম দুধ দিয়ে গোসল করিয়েছেন। সন্তানের মন যেন দুধের মতো সাদা হয়, এ জন্য মায়ের এমন কাজ বলে জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রব।
রোববার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে আব্দুর রবের নিজ বাড়িতে তার মা তাকে দুধ দিয়ে গোসল করান। এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও রবের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আব্দুর রব বলেন, আমি মা-বাবার বড় সন্তান। আমার মায়ের অনেক দিনের স্বপ্ন ছিল আমি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করব। নির্বাচনে আমি জয়লাভ করেছি। আমার মা হয়তো কোনো নিয়ত করেছিলেন যে আমি জিতলে তিনি আমাকে দুধ দিয়ে গোসল করাবেন। তাই তিনি এ কাজ করেন।
তিনি আরও জানান, তার মা চান ছেলের মন যেন দুধের মতো সাদা হয়। সবার সঙ্গে যেন সদভাব বজায় রেখে চলেন। তিনি তার মায়ের ইচ্ছা-আকাঙ্ক্ষা পূরণ করতে চেষ্টা করবেন। ধর্ম, বর্ণ, দলমত-নির্বিশেষে চন্দনী ইউনিয়নকে গড়ে তুলবেন নতুন করে। যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।