তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন যুদ্ধ ট্যাঙ্ক ফ্যাক্টরির জন্য কাতার অর্থ প্রদান করবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান।
(৩জুলাই) শুক্রবার তুরস্কের উত্তর-পশ্চিমের সাকারিয়া প্রদেশে ট্যাঙ্কের যন্ত্রাংশ নির্মাণের এক ফ্যাক্টরিতে বক্তব্যকালে এরদোয়ান এ তথ্য জানান।
তিনি বলেন, যুদ্ধ ট্যাঙ্ক তৈরির ফ্যাক্টরি দেশের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত। এ ট্যাঙ্ক ফ্যাক্টরির অর্থ বরাদ্দ দিয়েছে তুরস্কের অর্থ মন্ত্রণালয়। অন্যভাবে বলতে গেলে, এ ফ্যাক্টরিটি তুরস্কের সম্পত্তি। এটি সবসময়ের জন্য তুর্কি অধিকারেই থাকবে। তবে তুরস্কের ট্যাঙ্ক ফ্যাক্টরির ৪৯ ভাগ অর্থ দিচ্ছে কাতার।
এসময় তিনি আরও বলেন, আমরা এখানেই আলটাই ট্যাঙ্ক তৈরি করব। আমি আশা করি, ২০২৩ সালের প্রথমদিকে আমরা তুর্কি সেনাবাহিনীর হাতে এ ট্যাঙ্ক তুলে দিতে পারব।