গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও ডৌবাড়ী ইউনিয়ন প্রবাসী কল্যাণ ট্রাস্টের প্রধান উপদেষ্টা শায়খ আতাউর রহমান।
তিনি আজ এক শুভেচ্ছা বার্তায় ইত্তেহাদ টাইমসকে বলেন, পুরো রামাযান মাস রোজা রাখার পর চাঁদ দেখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়। এই বিশেষ উৎসবে মুসলিমেরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দুআ কামনা করে এবং একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে থাকেন।
তিনি আরো বলেন, এ ছাড়াও ঈদের দিন ঘরে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে একে অপরকে অভ্যর্থনা জানানো হয়। গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক।