নাজমুস সাকিব
বদলে যাচ্ছে মানুষ, বদলে যাচ্ছে আমাদের চারপাশ। আমূল পরিবর্তন হচ্ছে পৃথিবী নামক বিশ্বস্ত আমাদের এই গ্রহটির। আগের মতো নেই কোন কিছুই। পৃথিবীও আগের মতো আর বাসোপযোগী নয়। সময়ের সাথে পাল্লা দিয়ে সমাজে অপরাধ আর অসঙ্গতি বেড়ে চলেছে। হিতাকাঙ্খী, আত্মীয়-স্বজন এমনকি একান্ত আপনজনদের ওপরও আস্থা রাখা যায় না আজকাল। যাদের উপর ভরসা করে দিনশেষে নিশ্চিন্তে ঘুমোতে যাই,সকালে তাদেরই দুর্নীতির খবর শুনে হতাশাগ্রস্ত হই। যারা আমাদের উজ্জ্বল ভবিষ্যতের রূপকার তারাই গলাটিপে হত্যা করছে আমাদের স্বপ্নগুলোকে।
উন্নত ও আধুনিক এ সময়টাতেও মেয়েদের স্রেফ ভোগের পণ্য আর সন্তান জন্মদানের মেশিন মনে করা হয়।প্রতিটা ক্ষেত্রে মেয়েদের অগ্রসরমানতা পরিলক্ষিত হলেও মেয়েদের ব্যাপারে পুরুষের মানসিকতা পরিবর্তন হয়নি।যার ফলে শিক্ষকের দ্বারা ধর্ষিত হচ্ছে ছাত্রী,বসের দ্বারা হচ্ছে এ্যাসিস্টেন্ট মেয়েটি।
আমরা চাই,আমাদের মা-বোন সুশিক্ষিত হোক,নিজেদের ভালোভাবে চিনুক।রাসুলপত্নীগণের(সা.) মতো নারী-স্বাধীনতা ও নারী-অধিকার নিয়ে সোচ্চার হোক।তবেই না প্রকৃত আধুনিক ও শান্তির একটি পৃথিবী পাবো আমরা।