ভোটের দিনে জেতার পরে
নিজ প্রতিশোধ নেবার তরে
প্রার্থী নিজেও দিতেই পারে
সব বিষয়ে মার কাকে?
এই বিষয়ে ভাবতে থাকে_
বাঁশটা সদাই মারব তাকে
যে লোকটাকে পাই নি ধারে,
চায় নি আমার মার্কাকে।
চলব এবার কোন সে ধাঁচে?
কোন বাহিনী রাখব কাছে?
আস্তাকুঁড়ে ফেলব কারে?
খুব ধীরে তার মার্ক আঁকে
ফায়সালা হয় চিন্তা শেষে_
থাকব সদাই সাধুর বেশে,
করব খেয়াল অধিক হারে
চিনল আমার মার্কা কে?