রাজধানী ঢাকার (চকবাজারস্থ) জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার আমিনুত তা’লিম ও শায়খুল ইসলাম আহমদ শফী (রহ.)-এর সুযোগ্য খলিফা শায়খুল হাদিস মুফতি আব্দুল গনী আল-গাজী গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।হার্টের সমস্যা বেড়ে যাওয়ায় গত সোমবার (১২ জুলাই) তাকে ঢাকা শাহবাগ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিওলজি সার্জারী বিভাগের প্রধান ডা.মাসুম সিরাজের তত্ত্বাবধানে বর্তমানে এখানে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে মুফতি আব্দুল গনী আল-গাজীর ওপেন হার্ট সার্জারী করা হবে বলে পারিবারিকসূত্র জানিয়েছে।মুফতি আব্দুল গনী আল-গাজীর মেজ ছেলে মুফতি যোবায়ের গনী জানান, তার বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন। প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষায় হার্টে বেশ কিছু ব্লক ধরা পড়েছে।