1. admin@idealmediabd.com : Sultan Mahmud : Sultan Mahmud
ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৭ - ইত্তেহাদ টাইমস
শুক্রবার, ১৮ জুন ২০২১, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৭

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশটাইম: সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ জন নিহত হয়েছে। রবিবার দুপুর ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে অটোরিকশার চালকও রয়েছেন।

জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের গাছতলা দয়াময় নামক এলাকায় শাহজালাল পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই ৭ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও এক শিশু রয়েছে বলে জানা গেছে।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সারোয়ার আলম বলেন, বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন।
মরদেহ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ের পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
copyright 2020: ittehadtimes24.com
Theme Customized BY MD Maruf Zakir