যৌতুক দেশ, জাতি ও সামাজের জন্য অভিশাপ। একটি মেয়ের জীবন ধ্বংসের বহ্নিশিখা। একটা মেয়ের সাথে একটি পরিবারও সমূলে ধ্বংস হয়। যৌতুকের টাকা না দিতে পারলে নির্যাতিত হয় ওই মেয়ে ও তার পরিবার। আসলে এটি খুব দুঃখজনক ও মর্মান্তিক। বাংলাদেশ উন্নত হয়েছে, শিক্ষার হারও বেড়েছে, নারী শিক্ষারও প্রসার ঘটেছে। কিন্তু সমাজে এখনও ছড়িয়ে আছে যৌতুক নামক কুপ্রথা।যৌতুকের কবলে মেয়েদের হতে হয় বলীর পাঠা। দক্ষিণাঞ্চলে যৌতুকের প্রচলন কিছুটা কমেছে। কিন্তু উত্তরাঞ্চলে এটা এখনও বহুবিধ প্রচলিত রয়েছে। বিশেষ করে বগুড়া,রাজশাহী, নীলফামারীতে মেয়ে বিয়ে দিতে হলেই লাগে মোটা অঙ্কের টাকা। মেয়েদের সেখানে কোনোই দাম নেই। মেয়েটি যতই শিক্ষিক হোক, তবুও তার বিয়েতে যৌতুক দিতেই হয়৷ আসুন অন্তত আমরা যারা দু’কলম পড়ালেখা জানি, তারা যৌতুকের বিপক্ষে দাঁড়াই। আশেপাশে যারা বোঝে না, তাদেরকে বোঝাই। সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতায় সমাজ থেকে উপড়ে ফেলি এই যৌতুক নামক ব্যধি।