দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী কাল রোববার (১৮জুলাই) আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর (১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের) কেন্দ্রীয় তাকমিল (দাওরায়ে হাদিস) পরীক্ষার ফলাফল প্রকাশ হবে।শনিবার (১৭জুলাই) দুপুরে হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।ফেসবুক পোস্টে জানানো হয়, ‘হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের আদেশক্রমে ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার ৭ যিলহজ্জ ১৪৪২ হিজরী মুতাবিক ১৮ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ’।প্রসঙ্গত, তাকমিল পরীক্ষার ফলাফলের বিষয়ে গত ১৬ জুন (বুধবার) হাইয়াতুল উলইয়ার অফিসে এক বৈঠক থেকে ১১ জুলাই (৩০ জিলক্বদ) ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়।পরে শনিবার ১০ জুলাই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কঠোর লকডাউন বলবৎ থাকায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। কোন জরুরি পরিস্থিতি উদ্ভব না হলে, ইনশাআল্লাহ, কুরবানীর ঈদের পূর্বে ফলাফল প্রকাশের আশা করছি।’বিলম্বের কথা বলা হলেও (১৭ জুলাই) শনিবার এক বিজ্ঞপ্তিতে রোববার (১৮জুলাই) ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মুহাম্মদ অছিউর রহমান।