পাকবাহিনীর নির্যাতনে
বীর বাঙালির ক্ষুব্ধমনে
জ্বললো শোধের আগুন,
যুদ্ধে গেল শহীদ কামাল
লড়লো কাঁকন,তারা, জামাল
হাসল সুখের ফাগুন।
জাগল মানুষ জাগল সেদিন
হারল পাকি হারল বেদিন
লেজহীনাদের বেশে,
বীর সেনাদের শক্ত হাতে
মরল তারা দিবা-রাতে
ভাগল তাদের দেশে।
দীর্ঘ ন’মাস যুদ্ধ করে
আসল বিজয় ডিসেম্বরে
রক্তস্নাত ঘরে,
মুক্তপাখির ডানা মেলে
উড়ল বাঙাল হেসে-খেলে
লাল-সবুজের চরে।