মূর্তি এখন মুখের বুলি
রাস্তা ঘাটে শোনা যায়,
মূর্তির গল্প করে তাই, তো
ঘুম পাড়ায় রোজ শিশুর মায়।
দেশের মানুষ দ্বিধাদ্বন্দ্বে
সবাই আছে দোটানায়,
কোনটা সত্য কোনটা মিথ্যা
আসল সত্য কোথায় পায়?
মৌলবী আজ স্বার্থলোভে
কতো ফতোয়া দেয় রোজ,
ভাস্কর্য কি মূর্তি পূজা
ধর্ম কি কয় নেয় না খোঁজ?
মানুষ এখন মানুষ নাতো
বিবেক খুয়ে আজকে চোর,
মূর্তি নিয়ে বিভেদ করে
ভাঙ্গছে সবার প্রীতি ডোর।
হায়রে ধর্ম কী শিখালে
বিদ্যান, মূর্খ কথা কয়,
জানে কি আর হচ্ছে দেশে
আজকে ধর্ম বিপর্যয়।