স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কওমী মাদরাসার একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ যোহর মাওলানা আব্দুল কুদ্দুছ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর মুহাম্মাদ আসাদুজ্জামান খান কামাল এর সাথে কওমী মাদরাসা খুলে দেয়ার বিষয়ে বৈঠক করেন। এতে করোনা পরিস্থিতির অবনতি নিয়ে মন্ত্রী শঙ্কা প্রকাশ করেন।
আলেম প্রতিনিধি দল মন্ত্রীকে এ বলে আশ্বস্ত করেন যে, মাদরাসাসমূহে কুরআন ও হাদীসের পাঠ হয়, ইনশাআল্লাহ এর দ্বারা আল্লাহর খাছ রহমত নাযিল হবে। বৈঠকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভর্তি কার্যক্রম অব্যাহত রাখা ও দ্রুত সময়ের মধ্যে মাদরাসা খোলার ব্যাপারে আশ্বস্ত করেন এবং বৈঠকে থেকেই শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দেন।
কওমী মাদরাসার অনেকেই মনে করছেন, আজকের এই মিটিংয়ের মধ্য দিয়ে আশা করা যাচ্ছে অতিদ্রুতই কওমী মাদরাসা খোলার ব্যাপারে সরকারি সিদ্ধান্ত আসতে পারে। পাশাপাশি নিকটবর্তী সময়ের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়েও এ বিষয়ে জরুরি বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, গত ১৭ জুন ২০২১ বৃহস্পতিবার সর্বপ্রথম মাওলানা আব্দুল কুদ্দুছ এর নেতৃত্বে আল হাইয়াতুল উলইয়ার তিন সদস্যের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিতভাবে মাদরাসা খুলে দেয়ার আবেদনপত্র জমা দেন।