দেশের শীর্ষ কাওমি প্রতিষ্ঠান দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদরাসার মহাপরিচালক ঠিক করতে আগামী বুধবার (৮ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠক ডাকা হয়েছে। বুধবার সকাল ১০ টায় চট্টগ্রামের হাটহাজারীতে এ বৈঠক শুরু হবে। শুরার এই বৈঠকেই ঠিক হবে মাদরাসার মহাপরিচালক। একইসঙ্গে প্রতিষ্ঠানের শায়খুল হাদিস ও শিক্ষা পরিচালক পদেও নতুন নিযুক্তি দেবে দেশের প্রাচীন কাওমি মাদ্রাসাটি।
এর আগে ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর জামিয়ার মহাপরিচালক আল্লামা আহমদ শফীর মৃত্যুর পরেরদিন (১৯ সেপ্টেম্বর) মজলিসে শুরার বৈঠকে হাটহাজারি মাদ্রাসার পরিচালনা করতে তিন জনের একটি কমিটি করে দেওয়া হয়। ওই কমিটিতে ছিলেন, মাওলানা শেখ আহমদ, মুফতি আব্দুস ছালাম ও মাওলানা ইয়াহিয়া।তবে তারা তিনজন মাদরাসা পরিচালনা করলেও মহাপরিচালকের দায়িত্বে ছিলেন না কেউ-ই।
পরিচালক প্যানেলের সদস্য মাওলানা শেখ আহমদ গণমাধ্যমকে বলেন, মাওলানা বাবুনগরির মৃত্যুর কারণে শূন্য পদগুলো পূরণের জন্য বুধবার শুরার বৈঠক ডাকা হয়েছে। দায়িত্বে কে আসবেন, এটা বলতে পারব না, এটা শুরা ঠিক করবে।’ বুধবারের বৈঠকে নতুন শুরা সদস্যও যুক্ত করা হতে পারে, এমন আভাস দিয়েছেন হাটহাজারী মাদ্রাসার শুরার এক সদস্য।