দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়ার পক্ষে থেকে সিলেটের বন্যার্তদের মাঝে নৌকা বিতরণ এর অংশ হিসেবে হিন্দুধর্মাবলম্বী মাঝে নৌকা বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার রাতে সিলেটের গোপাল টিলা দূর্গা মন্দিরে, মন্দির কমিটির সভাপতি এডভোকেট কংকং কুমার রায় এর কাছে নৌকা হস্তান্তর করা হয়।
নৌকা পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে কংকং কুমার রায় বলেন, দেশের সর্ববৃহৎ মাদরাসা ও আলেম ওলামাদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার অনেক গল্প শুনেছে। আর আজকে স্বচক্ষে তার প্রমাণ পেলাম। সিলেটের এই দূর্যোগ মূহুর্তে আলেম-ওলামাদের ব্যাপক উপস্থিতি ও ধর্ম-বর্ণ সকল শ্রেণির মানুষের প্রতি সহযোগিতা আমাদের মুগ্ধ করেছে। এই নৌকাটি আমাদের খুবই দরকার ছিল। নৌকাটি পেয়ে আমি ও আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।